বকখালিতে ধরা পড়লো বিশালকার কাঁকড়া!ধরা হলো অনেক কষ্টে,দাম শুনলে অবাক হবেন,দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল অনেক ধরনের প্রাণী আমরা দেখে থাকি যেগুলোকে হয়তো আমরা জীবনে কখনো দেখিনি। তবে আজকে যে প্রাণীটি উদ্ধার হয়েছে তাকে আমরা নিত্যদিন সবাই কমবেশি দেখে থাকি, তবে এত বড় আকারের হয়তো অনেকেই দেখেননি। বকখালির সমুদ্রতট থেকে প্রায় ২ কিলো ওজনের একটি কাঁকড়া ধরে তাক লাগালেন স্থানীয় কয়েকজন কিশোর। এত বড় কাঁকড়া দেখতে রীতিমত ভিড় জমায় আশপাশের সাধারণ মানুষ এবং অবশেষে এটি একটি বিশাল দামে বিক্রিও হয়ে যায়।

পাইকারি বাজারে এই কাঁকড়াটি প্রায় সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হয়েছে।বকখালির সমুদ্রতট সংলগ্ন কালিস্থানের কাছে ঘোরাঘুরি করার সময় স্থানীয় কয়েকজন যুবকের তটের উপর থাকা একটি গর্তে নজরে পড়ে। কৌতুহল বশত সেই গর্ত খুঁড়ে ওই যুবকেরা প্রায় ২ কিলো ওজনের ওই কাঁকড়া পান। এরপর কাঁকড়াটিকে পাইকারি বাজারে বিক্রির জন্য নিয়ে যান। এই ঘটনার ভিডিওটিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। খুব স্বভাবতই এত বড় কাঁকড়া দেখে অবাক হয়ে গেছেন সাধারণ মানুষ।

সুন্দরবনের জঙ্গলের খাঁড়ি এবং নদী ও সমুদ্র উপকূল থেকে মৎস্যজীবীরা কাঁকড়া শিকার করলেও প্রায় দু’কিলো ওজনের এত বড় কাঁকড়া আগে কখনও ধরা পড়েনি বলে দাবি এলাকার বাসিন্দাদের। এই কাঁকড়া দেখতে সেখানে ভিড় করেছিলেন অনেকেই। দেখুন ভিডিও :

কাঁকড়াটি সাইলা সেরটা প্রজাতির। এটিকে ম্যানগ্রোভ ক্র্যাবও বলা হয়। এই কাঁকড়া সাধারণত ৩.৫ কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে। সাধারণত ম্যানগ্রোভ বনভূমি এলাকায় সমুদ্রতটে দেখা যায়। সেজন্য লোকালয়ে এই কাঁকড়া খুব একটা দেখতে পাওয়া যায়না।

এই কাঁকড়া পাওয়ার পর খুশি স্থানীয় যুবকরা। তাঁরা কাঁকড়াটি বিক্রি করে হাতে দু’হাজার টাকা পায়। হঠাৎ করে এই টাকা পেয়ে খুবই খুশি তাঁরা। এভাবে ঘুরতে ঘুরতে এত বড় কাঁকড়া পাওয়া এবং সেই কাঁকড়া বিক্রির পর হাতে টাকা পেয়ে যাওয়ায় খুবই খুশি তাঁরা।